অগ্রণী ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ব্যাংকে অডিট ডিভিশনে চিফ অডিট অফিসার (মহাব্যবস্থাপক পদমর্যাদা) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।
- পদের নাম: চিফ অডিট অফিসার (মহাব্যবস্থাপক পদমর্যাদা)
পদসংখ্যা: ১
যোগ্যতা: এফসিএ/এসফিএমএ অবশ্যই থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে কোনো বাণিজ্যিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে অডিট বিষয়ে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোর রিস্ক ম্যানেজমেন্টে বিস্তর জানাশোনা থাকতে হবে। কোনো বাণিজ্যিক ব্যাংকের অডিট বিভাগে কাজের অভিজ্ঞতা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।