বাংলাদেশের ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে পরামর্শ দিয়েছেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং। তিনি বলেছেন, বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের পর্যায়ে যেতে হলে শক্তিশালী আর্থিক খাতের প্রয়োজন হবে। সে জন্য ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে সুশাসন নিশ্চিতে জোর দিতে হবে। তাই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব শক্তি বাড়ানোর বিকল্প নেই।
ব্যবসায়ীদের শীর্ষস্থানীয় সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) আয়োজিত মধ্যাহ্নভোজ সভায় প্রধান অতিথির বক্তব্যে এডিমন গিনটিং এই মন্তব্য করেছেন। সভায় এমসিসিআই সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার পাশাপাশি নিজের বক্তব্য তুলে ধরেন এডিবির কর্মকর্তা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমসিসিআই সভাপতি কামরান টি রহমান।
এডিমন গিনটিং বলেন, ‘দেশে ব্যবসার পুঁজি কম। পুঁজি সরবরাহ নিশ্চিত করতে হলে ব্যাংক খাতের সুশাসনে উন্নতি করতে হবে। এটা অর্থনৈতিক সুশাসনের অন্যতম দিক। ব্যাংক খাত অর্থনীতির হৃৎপিণ্ড। ব্যাংক খাত ঠিক করতে কেন্দ্রীয় ব্যাংককে শক্তিশালী ভূমিকা রাখতে হবে। পাশাপাশি সরকারকে রাজস্ব ব্যবস্থাপনায়ও সুশাসন বাড়াতে হবে। এটা নিয়ে আমরা ভবিষ্যতে কাজ করব। উচ্চ মধ্যম আয়ের দেশে যেতে হলে আমাদের এসব খাতে সুশাসনে জোর দিতেই হবে।’